২৬ জুন ২০২৪, বুধবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

মোহাম্মদ রফিকউজ্জামান জন্মোৎসব পালিত

স্টাফ রিপোর্টার || ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০২ পিএম
মোহাম্মদ রফিকউজ্জামান জন্মোৎসব পালিত


প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামনের জন্মোৎসব পালিত হলো শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন বিকালে রাজধানীর নতুন বাজার সংলগ্ন পূর্ব ভাটারায় আনন সেন্টানে এই উৎসব পালিত হয়। 

এতে সভাপতিত্ব করেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। অনুষ্ঠানে মোহাম্মদ রফিকউজ্জামানকে উত্তরীয়, ক্রেস্ট দিয়ে দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’ শিরোনামে ৪০০ পৃষ্ঠার একটি সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচনও করা হয়।  

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘মোহাম্মদ রফিকউজ্জামান নিপাট একজন ভদ্রলোক। আমার প্রিয় বন্ধু, সহকর্মী। তিনি আত্মমর্যাদা শব্দটিকে সবচেয়ে বড় মনে করেন।’

কবি ও প্রাবন্ধিক খসরু পারভেজ বলেন, ‘মোহাম্মদ রফিকউজ্জামান আমাদের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আছেন। তিনি শুধু একজন গীতিকবি নন, তিনি একজন শিক্ষকও।’

কবি আমিনুল ইসলাম বলেন, ‘মোহাম্মদ রফিকউজ্জামান আমার জীবনের সঙ্গে, আমার লেখালেখির সঙ্গে জড়িয়ে আছেন।’ 

কবি ও অধ্যাপক ইসরাফিল হোসাইন বলেন, ‘মোহাম্মদ রফিকউজ্জামানের গানের বাণী আমাদের চেতনা ও মূল্যবোধের জায়গা থেকে নতুন প্রজন্মকে পথ দেখাবে।’

সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘মোহাম্মদ রফিকউজ্জামান আমাদের যা দিয়েছেন, তা শোধ করার ক্ষমতা আমাদের নেই।’  

সভাপতির বক্তব্যে আশরাফুল আলম বলেন, ‘বুকের ভেতর প্রকৃত ভালোবাসা না থাকলে এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয়। এজন্য আমি আনন ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলমকে ধন্যবাদ জানাতে চাই। আর মোহাম্মদ রফিকউজ্জামান সম্পর্কে বলতে চাই, তাঁর গানের জন্য লেখা কবিতা সুর দেওয়ার আগে আমি পড়তাম আর অনন্য স্বাদ পেতাম।’ 

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রূপা চক্রবর্তী, মাসুম আজিজুল বাশার ও মনিরুজ্জামান পলাশ।



আরো পড়ুন