১৭ জুন ২০২৪, সোমবার



খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু


খুলনার দাকোপ উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) সকালে উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগী এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, দাকোপের তিলডাংগা ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখ (৬২), সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার (৩৫) ও পাইকগাছা এলাকার মৃত রহিম শেখের ছেলে খোরশেদ শেখ (৬০)।

স্থানীয়রা জানান, মৎস্য ঘেরের রাস্তায় মাটি কাটার কাজ করছিলেন আজিজুল শেখসহ ৩ জন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই  আজিজুল শেখের মৃত্যু হয়। কালাবগী গ্রামের সুজিত মণ্ডলসহ ৪-৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অবস্থান করছিলেন।এসময় বজ্রপাতে সুজিত মণ্ডলের মৃত্য হয়। বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ‘দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এছাড়া ৩ জন আহত হয়েছেন।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন