২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ভারতীয় বংশোদ্ভূত নারী বাইডেনের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক || ০৬ মে, ২০২৩, ০৮:৩৫ এএম
ভারতীয় বংশোদ্ভূত নারী বাইডেনের উপদেষ্টা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নারী নীরা ট্যান্ডন।  এর আগে এ দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত সুসান রাইস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, নীরা ট্যান্ডন প্রথম কোনো এশীয়-আমেরিকান, যিনি হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতিবিষয়ক কাউন্সিলের নেতৃত্ব দেবেন। তিনি প্রেসিডেন্ট বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হোয়াইট হাউসের শীর্ষ নীতিবিষয়ক তিন কাউন্সিলের একটি অভ্যন্তরীণ নীতি কাউন্সিল।

এই নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘নীরা ট্যান্ডনকে নিয়োগ দিতে পেরে আমি আনন্দিত। তিনি জাতিগত সমতা, অর্থনৈতিক গতিশীলতা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, অভিবাসন, শিক্ষার মতো ক্ষেত্রে আমার অভ্যন্তরীণ নীতি প্রণয়ন ও এগিয়ে নিতে কাজ করবেন।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন