০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



কক্সবাজারে পানিতে ডুবে শিশুর মৃত‍্যু

কক্সবাজার প্রতিনিধি || ০৪ মে, ২০২৩, ১১:৩৫ এএম
কক্সবাজারে পানিতে ডুবে শিশুর মৃত‍্যু


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত‍্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম।

পরিবারের ও হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত থাকার ফাঁকে ওই শিশু  পাশের এলাকার একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সবার খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম আল মাহমুদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিজনেস /এমএ



আরো পড়ুন