সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে সার্ভার ত্রুটির কারণে জন্ম ও মৃত্যুসনদ পাচ্ছেন না নাগরিকরা। ফলে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সর্বশেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
ইউনিয়ন গুলো হলো শ্রীপুর (উ.), শ্রীপুর (দ.), বড়দল (উ.), বড়দল (দ.), বাদাঘাট, তাহিরপুর সদর, বালিজুরি ইউনিয়ন পরিষদ।
জানা গেছে, প্রত্যেক উপজেলার জন্ম-মৃত্যু নিবন্ধক থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে ইউনিয়ন পরিষদের নিবন্ধক থাকেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। স্ব-স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রত্যেক ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন করা হয়। শেষ ধাপের নির্বাচনে অনেক ইউপিতে চেয়ারম্যান পরিবর্তন হলেও পুরনো চেয়ারম্যানদের আইডি, পাসওয়ার্ড সার্ভারে রয়ে গেছে। ফলে নতুন চেয়ারম্যানরা নতুন করে জন্ম-মৃত্যু নিবন্ধন দিতে পারছেন না।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, ‘জন্ম নিবন্ধন কার্ডের জরুরি প্রয়োজনে নাগরিকদের ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি, জমি কেনা-বেচা, বিয়ে, স্কুলে ভর্তি, পাসপোর্ট, গাড়ির নিবন্ধন, আইডি কার্ড, জমি রেজিস্ট্রেশন, মোবাইল সিম কেনাসহ বিভিন্ন কাজে প্রয়োজন হয়। এজন্য সন্তান জন্ম নেওয়ার পরপরই স্থানীয় প্রশাসনে জন্মনিবন্ধনের জন্য যায়। এখন সার্ভার বন্ধ থাকা কাউকেই জন্মনিবন্ধন করে দিতে পারছি না।
শ্রীপুর (দ.) ইউনিয়নের সানঞ্জালি মিয়া বলেন, ‘নামজারি করতে হলে জন্ম নিবন্ধন প্রয়োজন এখন জন্মনিবন্ধন না থাকায় চরম বিপাকে পড়েছি। গত একবছর ধরে আসা-যাওয়া করছি। আর দায়িত্বশীলরা শুধু বলছেন, সার্ভারে সমস্যা।’
শ্রীপুর (দ.) ইউনিয়নের আকিবুর রহমান বলেন, ‘ছেলেকে স্কুলে ভর্তি জন্মনিবন্ধনের প্রয়োজন। কিন্তু গত একবছর ধরেই শুধু আজ না কাল ঠিক হবে বলছেন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা। জন্ম নিবন্ধন করতে গিয়ে জনমের ভোগান্তিতে পড়েছি।’
শ্রীপুর (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, ‘জন্ম -মৃত্যুনিবন্ধন আই অনুযায়ী শিশুর জন্মের ৪৫দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হয়। আর কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন করতে হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন করতে প্রতিদিন আমার ইউনিয়নে পরিষদে অনেক দূর থেকে লোকজন আসছে। কিন্তু সার্ভার বন্ধ থাকায় জন্মনিবন্ধন সনদ দিতে পারছি না।’
বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসাইন বলেন, ‘দীর্ঘদিন ধরে জন্ম-মৃত্যু নিবন্ধন জটিলতার বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি । কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
ঢাকা বিজনেস/এনই/