চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরবাড়ি এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়েছে বিদ্যুতের তারের ওপর। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ঘণ্টায় ৪৩ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেশ কিছু এলাকায় সরেজমিনে দেখা গেছে, আমগাছ ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বাগানের প্রচুর পরিমাণ আম ঝরে পড়ে গেছে। সঙ্গে শিলাবৃষ্টিতে মাঠের ফসল, গাছগাছালি ও কাঁচা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিপাতের কারণে রাস্তায় পানি জমে যান চলাচল বন্ধ প্রায়। অনেক এলাকায় গাছ ভেঙে তারের ওপর পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোছা. আয়শা সিদ্দিকা সরকার বলেন, ‘কালবৈশাখী ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। অনেক জায়গায় গাছের ডাল ও গাছ তারের ওপর পড়ে আছে। এতে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন এলাকা। ক্ষতিগ্রস্ত লাইন সচলে আমরা কাজ করছি। আশা করছি খুব দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘শনিবার বিকালে চুয়াডাঙ্গার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ২০ মিনিট স্থায়ী এই ঝড়ের গতি বেগ ছিল ঘণ্টায় ৪৩ কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ মিলিমিটার। এ জেলার আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’
মিজান/এইচ