২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ এপ্রিল, ২০২৩, ০২:৩৪ পিএম
এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী


এই বছর এসএসসি পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, ‘এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব রটিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

শনিবার ( ২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নব নির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এই সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এর সঙ্গে সরকারের অর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ ব্যাপারে আরও গবেষণার দরকার আছে।’

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরা মাকে যেমন ভালোবাসো, তেমনি দেশকে ভালোবাসতে হবে, মাতৃভাষাকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। দেশকে এগিয়ে নেবো।’

দীপু মনি  আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আমরা এগিয়ে যেতে চাই গণতন্ত্র ও উন্নয়নের পথে এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। হাওয়া ভবনের সেই দুর্নীতিবাজদের আর কখনো ক্ষমতায় দেখতে চাই না।‘

সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন