২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



কক্সবাজারে ট্রলারে ১০ মরদেহ: গ্রেপ্তার ৫

কক্সবাজার সংবাদদাতা || ২৭ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ পিএম
কক্সবাজারে ট্রলারে ১০ মরদেহ: গ্রেপ্তার ৫


কক্সবাজার শহরের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এ নিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারদের মধ্যে আদালতের আদেশে ২ আসামি পাঁচ দিন করে রিমান্ডে রয়েছেন। 

এবিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‌‘বুধবার (২৬ এপ্রিল) রাতে প্রযুক্তিগত সহায়তায় ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে গিয়াস উদ্দিন মুনির নামের ৩২ বছরের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুনির বদরখালী এলাকায় মো. নুর নবীর ছেলে। তাকে ইতোমধ্যে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানি হয়নি।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনায় সন্দেহজনক আরও ২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব। বাঁশখালীর কুদুকখালী থেকে তাদের আটক করা হয়েছে। এদেরও গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ 

পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ২ জন হলেন বাঁশখালীর কুদুকখালী ফজল কাদের মাঝি ও শামসুল আবু তৈয়ব মাঝি। 

তাফহীম/এইচ



আরো পড়ুন