২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার



নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || ২৫ এপ্রিল, ২০২৩, ১০:৩৪ এএম
নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে জাহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ায় একটি পুকুর থেকে এই লাশ  উদ্ধার করে পুলিশ।  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়,  জাহিদুলের বাবা এলাছ মিয়া অটো-রিকশাচালক। তার ৪ ছেলে। এরমধ্যে জাহিদুলসহ ৩ ছেলে চট্টগ্রামে বেকারিতে কাজ করে। গত ১৭ রমজান ছুটিতে বাড়িতে আসে জাহিদুল। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে সুলতানপুরে একটি পুকুরে জাহিদুলের লাশ  দেখতে পাওয়া যায়৷

ওসি বলেন, ‘জাহিদুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। পেটে ছুরিকাঘাত করে ভুড়ি বের করে ফেলা হয়েছে। দুই হাতের কব্জির রগ কেটে দেওয়া হয়েছে। দুই কানের ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা বিজনেস/আজহার/এনই 



আরো পড়ুন