০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর ৯ কোটি টাকা ঈদ উপহার

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ এপ্রিল, ২০২৩, ০২:৩৪ পিএম
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর ৯ কোটি টাকা ঈদ উপহার


বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের শ্রমিক, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া জানান, ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। সৃষ্ট আগুন নিঃস্ব করেছে হাজারো ব্যবসায়ীকে। পুড়ে ছাই হয়ে গেছে পুরো মার্কেট।

অগ্নিকাণ্ডের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় পুড়ে গেছে প্রায় ৪ হাজার দোকান। বঙ্গবাজার কমপ্লেক্সসহ মহানগর শপিং কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের এসব দোকানের মোট ৩০০ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে। 

ঢাকা বিজনেস েএমএ/



আরো পড়ুন