২৯ জুন ২০২৪, শনিবার



নিউ মার্কেটের আগুনে আহত ১৯

স্টাফ রিপোর্টার || ১৫ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
নিউ মার্কেটের আগুনে আহত ১৯


রাজধানীর নিউমার্কেটে আগুনে ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) নিউ মার্কেটে ঘটনাস্থল পরিদর্শনকালে ফায়ার সার্ভিসের 'অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স' পরিচালক মো. তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানান।

ফায়ারের এই কর্মকর্তা আরও জানান,  আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তাও রয়েছেন।  এখন পর্যন্ত কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এই কর্মকর্তা আরও জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে। তবে থেমে থেমে আগুন দেখা যাচ্ছে।  অনেক দোকানে হাইলি ফ্লেমের ক্যমিক্যাল রয়েছে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।  

এর আগে শনিবার ভোর ৫টার পর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেনসেনা, নৌ, বিজিবি এবং র‌্যাব সদস্যরা।  এরপর ৯ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঢাকা বিজনেস/নুপুর/এনই



আরো পড়ুন