২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



জাতীয় কবির গল্পে ঈদ নাটক

বিনোদন ডেস্ক || ১১ এপ্রিল, ২০২৩, ০৪:৩৪ এএম
জাতীয় কবির গল্পে ঈদ নাটক


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ঈদুল ফেতর’। নির্মাতা মাসুদ চৌধুরীর পরিচালনায় ও অভিনেতা আবুল হায়াতের চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছে বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদরাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, শফিক খান দিলু, রিমু রোজা খন্দকার ও শিশুশিল্পী সুষময় প্রমুখ।

২৭ মার্চ টাঙ্গাইলের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য চিত্রায়ণের কাজ শুরু হয়েছিল। নির্মাতা মাসুদ চৌধুরী বলেন, 'এত দিন নজরুলের গল্প ও উপন্যাস নিয়ে নাটক নির্মাণ হলেও কবির নাটিকা নিয়ে নাটক নির্মাণ এই প্রথম। আশা করি, সব শ্রেণির দর্শকের কাছে নাটকটি খুব ভালো লাগবে।'

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন