০২ জুন ২০২৪, রবিবার



এপ্রিলেই বাগদান পরিণীতি-রাঘবের

বিনোদন ডেস্ক || ০৫ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ এএম
এপ্রিলেই বাগদান পরিণীতি-রাঘবের


বলিউড ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে চর্চিত খবর পরিণীতি-রাঘবের প্রেম। তাদের চারহাত এক হবে কবে, এই নিয়ে জল্পনা তুঙ্গে। ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি-রাঘব। চলতি মাসেই সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারবেন এই অভিনেত্রী।

ইতোমধ্যে দুজনই বাগদানের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বাগদান অনুষ্ঠানের জন্য এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন পরিণীতি। সেই সঙ্গে দিল্লি এয়ারপোর্টে পরিণীতিকে রিসিভ করতেও দেখা গেছে রাঘবকে। বাগদানের ওই অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন।

এদিকে, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও ভারতে অবস্থান করছেন। অনেকের ধারণা হয়তো পরিণীতির বাগদানে অংশ নেওয়ার পরিকল্পনা করেই স্বামী-সন্তান নিয়ে নিজ দেশে এসেছেন প্রিয়াঙ্কা। সূত্র: হিন্দুস্তান টাইমস

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন