০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



অর্থনীতি
প্রিন্ট

মার্চে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ এপ্রিল, ২০২৩, ০৩:৩৪ পিএম
মার্চে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স


চলতি বছরের (২০২৩) মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।  বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) ২১ হাজার ৫৮৯ কোটি টাকারও কিছু বেশি।  বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গেলো মার্চে  রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৪৬ লাখ ডলার বা ২৫১০ কোটি টাকার বেশি। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৫০ লাখ ডলার বা ৪৮২ কোটি টাকা। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭৩ কোটি ১৫ লাখ ডলার বা ১৮ হাজার ৫২৭ কোটি টাকা। এছাড়া, বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৫ লাখ ২০ হাজার ডলার।

এর আগে, চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ ডলারের রেমিট্যান্স। সদ্যবিদায়ী মার্চে এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলারের বেশি।

গত  (২০২১-২২) অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১.০৩ বিলিয়ন) মার্কিন ডলার। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।   সূত্র: বাসস

ঢাকা বিজনেস ডেস্ক/এনই/



আরো পড়ুন