২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার || ০১ এপ্রিল, ২০২৩, ০৬:৩৪ এএম
কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত


রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সানজিদা আক্তার তামান্না (২৭) নিহত হয়েছেন। নিহত তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুর্শেদ জানান, নিহত সানজিদা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আবু তাহেরের মেয়ে।

তিনি আরও জানান, রাতে ভাড়ায়চালিত মোটরসাইকেলে (রাইড শেয়ারিং) করে বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হন ওই শিক্ষার্থী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানজিদা তার পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন