০১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার



রোজায় আমিরাতে নিত্যপণ্যে ৭৫ শতাংশ ছাড়

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ মার্চ, ২০২৩, ১০:০৩ এএম
রোজায় আমিরাতে নিত্যপণ্যে ৭৫ শতাংশ ছাড়


সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হাইপারমার্কেট ও সুপার শপ মালিকরা ১০ হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই দেশের বড় বড় ব্যবসায়ীরা ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে এই মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। রোজার মাস শুরুর ১০ দিন আগে ব্যবসায়ীরা এই ঘোষণা দিলেন। মঙ্গলবার (১৪ মার্চ) সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন রোজার মাসকে কেন্দ্র করে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বড় বড়  খুচরা বিক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যান্য খুচরা বিক্রেতারাও গত মাসে মুদিসামগ্রীসহ বিভিন্ন পণ্যের মূল্য ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন।

দেশটির অন্যতম বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান লুলু হাইপারমের্কেটস সংযুক্ত আরব আমিরাতের ৯৭টি হাইপারমাকের্টে ব্যাপক প্রচারণা অভিযান চালিয়ে জানিয়েছে, অনলাইন ও অফলাইন; উভয় ক্ষেত্রেই তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা ও ছাড়। 

খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরেক হাইপারমার্কেট ইউনিয়ন কুপের বিক্রেতারাও রোজার মাসজুড়ে ১০ হাজারেরও বেশি নিত্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য পণ্য ৭৫ শতাংশ মূল্য ছাড় দিয়েছে। রোজার মাসে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে খাদ্য, পানীয়, ইলেকট্রনিক্স ও গৃহস্থালী জিনিসপত্রের মূল্য ছাড়া দেবেন ব্যবসায়ীরা। 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন