২৯ জুন ২০২৪, শনিবার



স্বাধীনতা দিবসে ১ হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ

শরীয়তপুর সংবাদদাতা || ২৭ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
স্বাধীনতা দিবসে ১ হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১ হাজার শ্রমজীবী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা প্রশাসন। ইফতার প্রস্তুত করতে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও ৭১'র চেতনা নামে একটি সংগঠন।

রোববার (২৬ মার্চ) বিকাল ৫টায় শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

শরীয়তপুর শহরের প্রেমতলা, বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, শিল্পকলা, পুলিশ বক্স, ধানুকা, মনোহর বাজার মোড়সহ একাধিক স্থানে রিকশা, ভ্যান, অটো চালকসহ অসহায় ১ হাজার মানুষের মাঝে খেজুর, মুরগি খিচুড়ি ও পানীয় বিতরণ করা হয়।

ইজিবাইক চালক মোহাম্মদ আলী সরদার বলেন, ‌‘সন্ধ্যার আগ মুহূর্তে ইফতারের খাবার পেয়ে আনন্দিত। আমরা অসহায় মানুষ ইফতার কিনে খাওয়া সম্ভব নয়।’

হনুফা বানু নামে এক বৃদ্ধ নারী বলেন, ‘ইফতার কী দিয়ে করবো, তাই নিয়ে ভাবছিলাম। হঠাৎ গাড়িতে করে এসে আমাকে ইফতার দিয়েছে। দোয়া করি ইফতার দাতাদের জন্য।’

সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘প্রথম রমজান থেকে অসহায়-দুস্থ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হচ্ছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১ হাজার মানুষের মাঝে আজ ইফতার বিতরণ করেছি। পুরো রমজানে এ আয়োজন অব্যাহত থাকবে।’

সাইফুল/এম



আরো পড়ুন