২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে পিই রেশিও বেড়েছে

স্টাফ রিপোর্টার || ২৯ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জে পিই রেশিও বেড়েছে


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১৪ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসই’র পিই রেশিও ছিল ১৪ দশমিক ২৮ পয়েন্ট। খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৮৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ৪২ দশমিক ১১ পয়েন্ট, সিরামিকস খাতে ৪১ দশমিক ৮১ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৯ দশমিক ৭২২ পয়েন্ট।

এ ছাড়াও, খাদ্য খাতে ২২ দশমিক ০৬ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭৩ দশমিক ২২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৬ দশমিক ৬৩ পয়েন্ট, আইটি খাতে ৩২ দশমিক ৮১ পয়েন্ট, বিবিধ খাতে ২০ দশমিক ৮২ পয়েন্ট, আর্থিক খাতে ৩৭ দশমিক ২৩ পয়েন্ট, ওষুধ খাতে ১৭ দশমিক ৯৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২১ দশমিক ৭৯ পয়েন্ট, ট্যানারি খাতে ৪৮ দশমিক ৫১ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬ দশমিক ৯২ পয়েন্ট অবস্থান করছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন