০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



ভূমি-গৃহহীনমুক্ত হচ্ছে লালপুর উপজেলা

লালপুর (নাটোর) সংবাদদাতা || ২০ মার্চ, ২০২৩, ১০:৩৩ এএম
ভূমি-গৃহহীনমুক্ত হচ্ছে লালপুর উপজেলা


মুজিববর্ষ উপলক্ষে লালপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গঠনে লালপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন খাস জমি উদ্ধার ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতক জমির ওপরে মালিকানাসহ সেমিপাকা ঘর, সঙ্গে বিদ‍্যুৎ সংযোগসহ পানির ব‍্যবস্থা রয়েছে। একইভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্যও রয়েছে ঘর দেওেয়ার প্রকল্প। এতে বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রার মান। ৪র্থ পর্যায়ে ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি গৃহ নির্মাণ করেছে।’

শামীমা সুলতানা আরও বলেন,  ২২ মার্চ লালপুর উপজেলায় পুনর্বাসিত পরিবারের নিকট জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। পুনর্বাসিত পরিবারের সদস্যদের মধ্যে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রশিক্ষণসহ কর্মসহায়ক উপকরণ দেওয়া হচ্ছে। এসব পরিবারের শিশুদের জন্যে পড়াশুনা ও বিনোদনের ব্যবস্থাও রয়েছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মোনয়ার হোসেন মনি,উপজেলা কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রকশোলী কর্মকর্তা মাহবুবুউল হক।

উল্লেখ্য, চারটি পর্যায়ে লালপুর উপজেলায় ৬২৯ ঘর তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে লালপুর উপজেলায় বিলমাড়ীয়ায় সেনাবাহিনীর তৈরি ব্যারাকে ২৪০ পরিবার পুনর্বাসিত হয়েছে।

ঢাকা বিজনেস/রবিন/এনই/



আরো পড়ুন