১৮ মে ২০২৪, শনিবার



রোজার আগে কেউ যেন খাদ্য মজুদ করতে না পারে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
রোজার আগে কেউ যেন খাদ্য মজুদ করতে না পারে:   প্রধানমন্ত্রী


রোজার মাসে খাদ্য নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রোজার মাসের আগে কেউ যেন খাদ্য মজুদ করতে না পারে। কেউ যেন খাদ্যে ভেজাল দিতে না পারে, সেদিকে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)কে সজাগ থাকতে হবে।’ রোববার (১৯ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায়  র‌্যাবের সদর দপ্তরে  আয়োজিত এই বাহিনীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজ থেকে মাদকের অপব্যবহার, কিশোরগ্যাং-সংস্কৃতি ও সাইবার অপরাধ নির্মূলে র‌্যাবকে আরও মনোযোগী হতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু করবো। এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতি নেয়ার জন্যই দেশের শান্তি ও নিরাপত্তা দরকার। দেশের উন্নয়ন দরকার এবং সেক্ষেত্রে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বাজায় রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এদেশের প্রতিটি শান্তিপ্রিয় নাগরিকের কাছে আজকে এলিট ফোর্স র‌্যাব নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবেই চিহ্নিত হয়েছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে জনগণ ও সম্পদের নিরাপত্তা দিতে ভবিষ্যতেও এই বাহিনীর সদস্যরা দায়িত্বশীল, কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে।’’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন