০৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার



আমিরের সঙ্গে কাজ করতে চান অস্কারজয়ী মিশেল

বিনোদন ডেস্ক || ১৮ মার্চ, ২০২৩, ১০:৩৩ এএম
আমিরের সঙ্গে কাজ করতে চান অস্কারজয়ী মিশেল


অস্কারের ৯৫তম আসরে অস্কারজয়ী প্রথম এশিয়ান নারী মিশেল ইয়ো। সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করে ইতিহাস গড়েছেন মালয়েশিয়ান এই অভিনেত্রী। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ চলচ্চিত্রে চমৎকার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

তবে, বলিউড অভিনেতা আমির খানের ভীষণ ভক্ত এই অভিনেত্রী। এমনকি অভিনেতার সঙ্গে সিনেমা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন মিশেল।

একটি সাক্ষাৎকারে আমিরের প্রতি মুগ্ধতা প্রকাশ করে মিশেল বলেন, 'আমিরের কাজের ভীষণ ভক্ত আমি। আমির শুধু একজন ভালো অভিনেতাই নন, তিনি একজন মানবতাবাদী। খুব শিগগিরই আমিরের সাথে কাজ করার সুযোগ পাবো বলে আশা করছি।'

তিনি আরও বলেন,  'আমরা দুজনেই একটি এনজিওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছি। যেটি পরিবেশ সংরক্ষণের যাবতীয় বিষয় নিয়ে কাজ করে।'

১৯৯৭ সালে জেমস বন্ড চলচ্চিত্র ‘টুমরো নেভার ডাইস’ সিনেমায় একজন চীনা গুপ্তচর চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান মিশেল। পরে ২০২২ সালে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এ তিনি এভলিন ওয়াং চরিত্রে অভিনয় করে অর্জন করেছেন সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার। সূত্র:টাইমস অফ ইন্ডিয়া

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন