২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৭০ ভরি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা || ১৭ মার্চ, ২০২৩, ০৩:৩৩ পিএম
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৭০ ভরি স্বর্ণের বার উদ্ধার


চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত ছয়ঘরিয়া সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬। শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে সুলতানপুর বিওপির ছয়ঘরিয়া গ্রাম থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদে ছয়ঘরিয়া গ্রামে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালাই। ছয়ঘড়িয়া গ্রামের বাঁকা মোড় এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে একজনকে সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে আরোহী মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যান। মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে লুকানো ৮১৭ গ্রাম (৭০ ভরি) ওজনের ছোট বড় ৩টি স্বর্ণের বার উদ্ধার করি। মোটরসাইকেল ও স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মুল্য ৬৮ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটক স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

মিজান/এম



আরো পড়ুন