২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেড়িয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত জবির

জবি প্রতিনিধি || ১৫ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম
গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেড়িয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত জবির


২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেড়িয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে প্রতিষ্ঠানটি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সিন্ডিকেট বৈঠকে।

বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এক বিশেষ একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম।  

আইনুল ইসলাম বলেন, ‘এবার গুচ্ছ থেকে বেরিয়ে আসতে সবার সম্মতিক্রমে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি করানো হবে এ শিক্ষাবর্ষ থেকে। সামনের সিন্ডিকেট মিটিং, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আজকে একাডেমিক কাউন্সিলে সবাই একটি সিদ্ধান্ত জানিয়েছে, সে সিদ্ধান্তটি সিন্ডিকেটে উঠানো হবে, আর সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর জানানো হবে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানানো হলেও এতদিন নীরব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই দফায় বিশেষ একাডেমিক কাউন্সিলের তারিখ ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে শিক্ষক সমিতির দাবির মুখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই বিশেষ একাডেমিক কাউন্সিল আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুভ/এম



আরো পড়ুন