১৪ অক্টোবর ২০২৪, সোমবার



হুমকি পেলেন সাল্লুভাই

বিনোদন ডেস্ক || ১৫ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
হুমকি পেলেন সাল্লুভাই


বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। জনপ্রিয়তার জন্য ভক্তদের কেউ তাকে সাল্লুভাই ডাকে, আবার কেউ ডাকে ভাইজান। তবে, ব্যক্তি সালমান অনেক অভিযোগে অভিযুক্ত। গেলো বছর হত্যার হুমকি পেয়েছিলেন এই অভিনেতা। পরে নিজের ও পরিবারের আত্মরক্ষা ও নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেন তিনি। এবার জেলে বসেই এই নায়ককে হুমকি দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেন লরেন্স। সেখানে সালমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'সালমান খানের প্রতি ক্ষোভ রয়েছে আমাদের সমাজের। সে আমাদের সমাজকে অনেক অপমান করেছে। আর এই ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। কিন্তু এখনও ক্ষমা চায়নি সালমান। ও যদি ক্ষমা না চায়, তবে এর ফল ভোগ তাকে করতে হবে। আমি কারও ওপর কখনই নির্ভর করি না।'

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সম্প্রদায়ের একজন। ভারতের বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে অনেক ভক্তি করে। বলিউডের এই ভাইজানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। অভিনেতার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকেই তাকে শত্রু মনে করে লরেন্স।

সালমানের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করে লরেন্স বলেন, 'তার ওপরে অনেক ছোট থেকেই ক্ষোভ জমে আছে। খুব শিগগিরই তার এত অহংকার ভেঙে দেওয়া হবে। আমাদের মন্দিরে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। যদি আমাদের সমাজ তাকে ক্ষমা করে দেয়, তাহলে আমিও আর কিছু বলব না।'

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন