২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



আর নেই মাধুরীর মা

বিনোদন ডেস্ক || ১২ মার্চ, ২০২৩, ০১:০৩ পিএম
আর নেই মাধুরীর মা


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা আর নেই। রোববার (১২ মার্চ) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

যৌথ এক বিবৃতিতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম নেনে জানান, 'আজ সকালে ৮টায় মুম্বাইয়ের বাসায় আমাদের প্রিয় মা (স্নেহলতা দীক্ষিত) মারা গেছেন। বিকেল ৩টায় ওরলি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তার।'

২০২২ সালে মায়ের নব্বইতম জন্মদিন উদযাপন করেন মাধুরী। এ দিন সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কিছু ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

অভিনেত্রী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মা। সবাই বলে একজন মেয়ের ভালো বন্ধু তার মা। কিন্তু এই কথা সঠিক নয়। কারণ, আমার জন্য সবকিছু করেছেন আপনি। আমাকে যে শিক্ষা আপনি দিয়েছেন, এটা আপনার কাছ থেকে পাওয়া আমার সবচেয়ে বড় উপহার। সবসময় আপনার সুস্বাস্থ্য ও আনন্দিত থাকুন সেটা কামনা করি আমি।’ সূত্র:ইন্ডিয়া টুডে

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন