ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে গাফিলতির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের দুই প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর সভাপতিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১ টায় তাদের আট করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহালিয়া হাওরের ১৬ ও ১৯ নম্বর পিআইসির সভাপতি ফজলুল হক ও মোসাহিদকে আটক করার নির্দেশ দেন। পরে থানা পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, বাঁধনির্মাণ কাজে গাফিলতির কারণে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটক করা হয়েছে।
ঢাকা বিজনেস/তানভীর/এনই/