ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতি: ২ পিআইসির সভাপতি আটক


তাহিরপুর সংবাদদাতা , : 03-03-2023

ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতি: ২ পিআইসির সভাপতি আটক

ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে গাফিলতির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের দুই  প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর সভাপতিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১ টায় তাদের আট করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহালিয়া হাওরের ১৬  ও ১৯ নম্বর পিআইসির সভাপতি ফজলুল হক ও মোসাহিদকে আটক করার নির্দেশ দেন। পরে থানা পুলিশ তাদের আটক করে। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, বাঁধনির্মাণ কাজে গাফিলতির কারণে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে  আটক করা হয়েছে।

ঢাকা বিজনেস/তানভীর/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com