২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ভালোবাসা দিবসে ৮ নাটকে দেখা যাবে অপূর্বকে

বিনোদন ডেস্ক || ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম
ভালোবাসা দিবসে ৮ নাটকে দেখা যাবে অপূর্বকে


ভালোবাসা নির্ভর নাটক দেখেন, কিন্তু অপূর্বকে চেনেন না, এমন নাটকপ্রেমী হয়তো কমই আছেন। একসময় রোমান্টিক ঘরানার নাটকে তাকে বেশি দেখা যেত। কিন্তু কালেভদ্রে তাকে দর্শকদের চাহিদার ওপর এখন তাকে বিভিন্ন চরিত্রে দেখা যায়।

কাল ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে কেন্দ্র করে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ভিন্ন ভিন্ন চরিত্রে ৮টি নাটকে দেখা যাবে।

নাটকগুলো হচ্ছে-তৌফিকুল ইসলামের পরিচালনায় ‘ফিরে এসো সুরঞ্জনা’, বি ইউ শুভর পরিচালনায় ‘হাতটা শুধু ধরো’ ও ‘বেঁচে থাকুক ভালোবাসা’, সৈয়দ শাকিলের পরিচালনায় ‘ঈর্ষা’, সোহেল আরমানের পরিচালনায় ‘টাইমস আপ’, রুবেল হাসানের পরিচালনায় ‘ওভার স্মার্ট’।

এ ছাড়া ‘তোকে পাওয়ার জন্য’ ও ‘একদিনের তুমি’ নামে আরও দুটি নাটকেও এবারের ভ্যালেন্টাইন ডেতে দেখা যাবে তাকে। 

এ বিষয়ে গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘আসছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভক্তদের জন্য যে কটি কাজ করেছি, সব নাটকের গল্প এবং আমার চরিত্র দারুণ। অনেক যত্ন নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস ভ্যালেন্টাইন ডে’র আনন্দকে আরও বাড়িয়ে দেবে এ নাটকগুলো।’

নাটকগুলো ভ্যালেন্টাইন ডে থেকে কয়েকটি স্যাটেলাইট টিভি ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতারা জানিয়েছেন।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন