২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে বাড়ছে ‘প্রেস লেখা’ মোটরসাইকেল

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ এএম
হিলিতে বাড়ছে ‘প্রেস লেখা’ মোটরসাইকেল


দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের সামনে ও পেছনে কেউ বাংলায় প্রেস আবার কেউ ইংরেজিতে PRESS লিখে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। যাদের বেশির ভাগই বাহিরাগত। যাদের বাইকের রেজিস্ট্রেশন আছে তারা মোটরসাইকেলের সামনের উইনসেডের সামনে লিখে রেখেছেন প্রেস। আর যাদের রেজিস্ট্রেশন নেই তারা নম্বর প্লেটের জায়গায় লিখে রেখেছেন প্রেস। লেখা নেই কোন সংবাদপত্র, টিভি বা অনলাইন নিউজ পোর্টালের নাম। স্থানীয় সাংবাদিকরা বলছেন, আদৌ তারা সংবাদকর্মী কিনা তা বোঝা মুশকিল। পুলিশ বলছে, প্রেস লেখা থাকলে আমরা একটু ছাড় দেই, আগামীতে তদন্ত করা হবে।

প্রেস লেখা মোটরসাইকেলের চালক মো. জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘আমার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়। বিরামপুর আত্মীয়র বাড়িতে যাচ্ছি। বাইকের রেজিস্ট্রেশন আছে। আমার ছোট ভাই স্থানীয় একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত। তাই আমাকেও একটি অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র সংগ্রহ করে দিয়েছে। আমি নিজে নিউজ পাঠাই না। যা করার ছোট ভাই করে।’ 

বাইকের সামনে প্রেস লেখার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এতে পুলিশি ঝামেলা থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। সামনে প্রেস দেখে পুলিশ বাইক থামাতে বলে না।’ 

মো. সাইদুল ইসলাম গোবিন্দগঞ্জের বাসিন্দা। বাইকের রেজিস্ট্রেশন নেই। হিলিতে এসেছেন বাইকের পার্টস কিনতে। পেছনে নম্বর প্লেটের জায়গায় বড় করে লিখে রেখেছেন PRESS। সাইদুল ইসলাম বলেন, ‘আমি কোনো গণমাধ্যমে কাজ করি না। মাঝেমধ্যে হিলিতে আসতে হয়। পথেঘাটে পুলিশ বাইক থামিয়ে বিভিন্ন ঝামেলা করে। তাই PRESS লিখে রেখেছি। এতে অনেক সময় পুলিশ বাইকের পেছনে PRESS  লেখা দেখে ছেড়ে দেয়। আবার কখনো ঝামেলা করে। এভাবে আর কতদিন চলা যায়। তাই রেজিস্ট্রেশনের টাকা জমা দেবো।’ 

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, ‘সব এলাকারই কমবেশি একই চিত্র। কিন্তু হিলি সীমান্তবর্তী এলাকায় হওয়ার কারণে অনেকে প্রশাসনের ঝামেলা এড়াতে বাইকে প্রেস লিখে রাখেন। হয়তো অনেকে অপরাধমূলক কাজের সঙ্গেও জড়িত থাকতে পারেন। তাই বিষয়টির প্রতি প্রশাসনের গুরুত্ব দেওয়া উচিত।’ 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সায়েম মিয়া ঢাকা বিজনেসকে বলেন, ‘প্রেস, সাংবাদিক লেখা থাকে বলে পুলিশ তাদের একটু ছাড় দেয়। তবে আপনারা বললেন তো এখন থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। প্রয়োজনে আপনাদের সহায়তা নেওয়া হবে।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন