২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বইমেলায় উজ্জল জিসানের উপন্যাস ‘হেমলতা’

ঢাকা বিজনেস ডেস্ক || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ এএম
বইমেলায় উজ্জল জিসানের উপন্যাস ‘হেমলতা’


অমর একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত হয়েছে উজ্জল জিসানের উপন্যাস ‘হেমলতা।’ এটি একটি সামাজিক উপন্যাস। বইটি প্রকাশ করেছে বাংলানামা। প্রচ্ছদ করেছেন প্রতীক মাহমুদ।

বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে (লেকপাড় সংলগ্ন) ২১৪ নম্বর স্টলে উপন্যাসটি পাওয়া যাচ্ছে। বইটি নিয়ে বেশ আশাবাদী ঔপন্যাসিক উজ্জল জিসান। 

বইটি সম্পর্কে লেখক বলেন, হেমলতা আমার প্রথম উপন্যাস। ২০০৭ সালে লালমনিরহাট কারাগারে থাকা হিন্দু ধর্মাবলম্বী হৈম ও মুসলিম ধর্মাবলম্বী সেকেন্দারের জীবনকাহিনি নিয়ে লেখা উপন্যাস হেমলতা।

উপন্যাসটি কারাগার ও কারাগারের বাইরে থাকা দুটি নর-নারীর জীবনমুখী গল্পকে উপজীব্য করে লেখা। বাবা-মায়ের নির্যাতনের পাশাপাশি সমাজ- রাষ্ট্র কারাগার আইন কীভাবে নির্যাতন করেছে তা আছে বইটিতে।

বাঁচার জন্য কি না করেনি আর কোথায় না যাননি তারা। তাদের কেন্দ্র করে সমাজপতি আর ধর্মের  অপব্যবহারকারীরা কি না করেনি? সমাজের নোংরা বাস্তব চিত্রও উঠে এসেছে উপন্যাসের পৃষ্ঠায়। 

ঔপন্যাসিক বলেন, ‘হেমলতাদের মানবাধিকার রক্ষায় কেউ এগিয়ে আসেনি। অবশেষে আশার বাতিঘর হয়ে এসেছিল একজন জজ। যার বিচারিক দক্ষতায় বন্দীশালা থেকে মুক্ত হয়েছিল সেকেন্দার। কিন্তু তাতে কী সমস্যা শেষ হয়েছিল? হেমলতার মুক্তি মেলেনি। অনেক পরে মুক্তি মিললেও তত দিনে সেকেন্দার কোথায় গেছে…?’

মো. উজ্জল হোসেন (উজ্জল জিসান)। পেশা সাংবাদিকতা। জন্ম বগুড়ার শাহজাহানপুরের আমরুল ইউনিয়নে। শৈশব কাটে বগুড়ায়। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ তার, ফলে হেমলতা লেখা। বাস্তবধর্মী কাহিনী অবলম্বনে লিখতে ভালো লাগে। ভালো লাগে ফুটবল খেলতে ও দেখতে। দুর্বলতা মানবিকতায়। বর্তমানে ঢাকায় বাস করলেও মন পড়ে থাকে সহজ সরল গ্রাম্য পরিবেশে।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন