২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার



টাঙ্গাইলে ৬ ইটভাটা মালিককে টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || ১৯ মার্চ, ২০২৫, ১১:০৩ এএম
টাঙ্গাইলে  ৬ ইটভাটা মালিককে  টাকা জরিমানা


টাঙ্গাইলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ৬টি ইটভাটার মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) দিনব্যাপী জেলার মধুপুর, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলায় পরিবশের অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় দুটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। 

মেসার্স তিতাস ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স সিটি ব্রিকসকে ৫ লাখ, মেসার্স সুজন এন্টারপ্রাইজকে ৬ লাখ এবং মেসার্স স্বর্ণা ব্রিকস-২কে ৬ লাখ, মেসার্স সিয়াম ব্রিকস ৫ লাখ এবং মেসার্স বিবিসি ব্রিকস ৬ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, জেলায় ৩টি উপজেলায় অবৈধ ইটভাট বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে ৬টি ইটভাটায় পরিবেশ অধিপ্তরের কোন ছাড়পত্র না থাকায় ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 



আরো পড়ুন