২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

বৈধপথে আরও বেশি রেমিটেন্স আনতে তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ এএম
বৈধপথে আরও বেশি রেমিটেন্স আনতে তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ


বৈধপথে রেমিটেন্স আনতে উৎসাহ এবং আরও বেশি রেমিটেন্স বাংলাদেশে আনার লক্ষ্যে এবার যৌথ উদ্যোগ নিচ্ছে তিন প্রতিষ্ঠান। এ উপলক্ষে নিরবিচ্ছন্নভাবে চলবে যৌথ ক্যাম্পেইন। যাতে অংশ নিচ্ছে সোনালী ব্যাংক, ওয়েস্টার্ন ইউনিয়ন ও ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।

এ বিষয়ে সম্প্রতি (১৯ ফেব্রুয়ারি) তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সমন্বয় সভা হয়েছে মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ডিএমডি সুভাস চন্দ্র দাস।  

সমন্বয় সভার আলোচনায় অংশ নেন ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং পরিচালক উদয় হাকিম। ওয়েস্টার্ন ইউনিয়নের পক্ষে ছিলেন বিজনেস হেড তৌহিদুর রহমান, সিনিয়র মার্কেটার তানভির হাসান খান। 

সোনালী ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন জিএম নূরুন নবী, ডিজিএম হাফিজুর রহমান, মোহাম্মদ ইসমাইল, এজিএম আজিজুর রহমান মোল্লা, সুজন কুমার বিশ্বাস, সিনিয়র প্রিন্সিপাল অফিসার তাজমিনুর রহমান, আবুল হাসান, সিনিয়র অফিসার শাহিনুর রহমান প্রমুখ। 

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে রেমিটেন্স উত্তোলন করলে বছরজুড়ে থাকবে ভিসতা ব্র্যান্ডের আকর্ষণীয় পুরস্কার। লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ২২৮ লিটারের ভিসতা রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার ভিসতা মিক্সার গ্রাইন্ডার এবং তৃতীয় পুরস্কার ভিসতা রাইস কুকার। প্রতিমাসে সর্বোচ্চ রেমিটেন্স উত্তোলনকারী পাবেন ভিসতা ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি ফোরকে গুগল টিভি বা অ্যান্ড্রয়েড টিভি। এছাড়া রমজান মাসে স্টক থাকা সাপেক্ষে সবার জন্যই থাকছে সাধারণ উপহার।    

পহেলা মার্চ, ২০২৫ থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। তিন প্রতিষ্ঠানের এই যৌথ ক্যাম্পেইন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলতে থাকবে।  

 



আরো পড়ুন