বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল শোরুম চালু করেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো।এখন থেকে এ অঞ্চলের মানুষরা খুব সহজেই এই শোরুম থেকে তাদের পছন্দের ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে পারবেন। ফলে উত্তরঞ্চলের মানুষদের জন্য টেকসই, স্মার্ট ও আধুনিক প্রযুক্তির পরিবহন (ইলেকট্রিক মোটরসাইকেল) আরও সহজলভ্য হবে। পাশাপাশি ত্বরান্বিত হবে সবার জন্য স্মার্ট মোবিলিটির (যোগাযোগ) নিশ্চিতকরণের উদ্যোগ।
শহরের গোহাইল রোড সুত্রাপুরে সম্প্রতি নতুন এ শোরুম উদ্বোধন করা হয়। এখানে সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস সুবিধাসহ রিভোর সম্পূর্ণ লাইনআপ পাওয়া যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে এখানে সম্প্রতি উন্মুক্ত হওয়া রিভো এ১০ মডেলের প্রি-অর্ডার এক্সক্লুসিভলি নেওয়া হবে। মাত্র ৭৯,৯০০ টাকা থেকে শুরু হওয়া এই মডেলটি ইলেকট্রিক মবিলিটিকে আরও সহজলভ্য করবে।
এছাড়াও, ক্রেতারা সেফটি ও রিলায়েবিলিটির জন্য বিখ্যাত এ০১ মডেল এবং উন্নত ফিচার সমৃদ্ধ, হাই-পারফরম্যান্স বিলাসবহুল মোটরসাইকেল সি০৩-সহ অন্যান্য জনপ্রিয় মডেলও পরখ করতে পারবেন। রিভোর ই-বাইকগুলো প্রতিদিনের যাতায়াত খরচ ৯০% পর্যন্ত কমাতে সক্ষম, যা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে কাজ করবে।
শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের হেড অব অপারেশনস মাহমুদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ ফরিদ ঊদ্দিন এবং ইব্রার অটোসের কর্ণধার ইশতিয়াক আহমেদ প্রমুখ।