চ্যাম্পিয়নস ট্রফিতে শূরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম ওভারেই কোনো রান না করে আউট হয়ে যান সৌম্য সরকার। দ্বিতীয় ওভারে তার পথ ধরেন অধিনায়ক শান্ত। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২ রান।
দুবাই ইন্টারন্যূাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইনিংস ওপেনর করতে নামেন তানজিদ হাসান এবং সৌম্য সরকার। প্রথম ওভারের শেষ বলে আউট হন সৌম্য। সামির বলে ৫ বল খেলে শূন্য রানে ফিরেন তিনি। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আউট হন অধিনায়ক শান্ত। বোলার ছিলেন ভারতের হরশিত রানা। ২ বল খেলে শান্তও কোনো রান করতে পারেনি। প্রথম উইকেট পড়েছিল ১ রানে। দ্বিতীয় উউকেট পড়ে ২ রানে। দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ।
তৃতীয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১১। যার সবগুলোই এসেছে তানজিদের ব্যাট থেকে।