২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বইমেলায় পাওয়া যাচ্ছে ‘আহমদ শরীফ: আত্মজার দায়’

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম
বইমেলায় পাওয়া যাচ্ছে ‘আহমদ শরীফ: আত্মজার দায়’


পশ্চিমবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ ড. প্রথমা রায়মণ্ডলের ‘আহমদ শরীফ: আত্মজার দায়’ শীর্ষক গ্রন্থটি প্রকাশিত হয়েছে। 

সম্প্রতি বইমেলা উপলক্ষে বাংলাদেশের ‘আগামী প্রকাশনী’ থেকে বইটি প্রকাশিত হয়। 

বইটি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার বাংলাদেশ প্যাভিলিয়নের আগামী প্রকাশনীতে (স্টল- ৩৪)। ঢাকার একুশে বইমেলায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন