বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ১০ সদস্য বিশিষ্ট অ্যাডহক নির্বাহী কমিঠি গঠন করা হয়েছে। বুধবার (১৮অক্টোবর) সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আষম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি গঠনের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটে বর্তমানে কোনো কমিটি ছিল না। তাই সংশ্লিষ্ট ইউনিটের কার্যক্রমকে সচল রাখতে এবং একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ১৮ অক্টোবর ২০২৩ থেকে ১৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত তিন মাস মেয়াদে একটি অ্যাডহক নির্বাহী কমিটি গঠন করা হলো।
উল্লেখ্য, অ্যাডহক কমিটির কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। কমিটি তাদের মেয়াদের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটির গঠন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। এছাড়া, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ভাইস-চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিটের সব কার্যক্রম সম্পাদন করবেন।
অ্যাডহক কমিটিতে যারা রয়েছেন, তারা হলে: ভাইস-চেয়ারম্যান সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সদস্য সৈয়দ আব্দুল কবির তপন, মশিউর রহমান লিটন, মো. জয়েদুল হক, আশিকুর রহমান পাঠান, আবু হোরায়রাহ, আব্দুল আজিজ, এম এইচ মাহবুব আলম ও নদী পারভীন।
ঢাকা বিজনেস/আজহার/