০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



রানার ফাইফারে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২১১ রানের লিড বাংলাদেশের

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম
রানার ফাইফারে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২১১ রানের লিড বাংলাদেশের


নাহিদ রানার পেস তান্ডবে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৪৬ রানে অলআউট ক্যারিবিয়রা। ৬১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এ ডান হাতি পেসার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান। এগিয়ে ২১১ রানে। চতুর্থ দিন ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলী ও তাইজুল ইসলাম।

অ্যান্ডি রবার্টস, কার্টলি অ্যামব্রোসকে মনে করিয়ে দিলেন নাহিদ রানা। যেখানে কিংবদন্তি পেসারদের উত্থান, ব্যাটারদের জন্য মরণফাঁদ, সেখানেই টাইগার সেনসেশন জানান দিলেন নতুন এক বিস্ময় এসেছে ক্রিকেট বিশ্বে। যার গতি আর বাউন্সে কেঁপে ওঠে প্রতিপক্ষ ব্যাটারের হৃদয়।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের শুধু কোমর ভেঙে দেননি, জ্যামাইকা টেস্ট জয়ের নতুন আশা জাগিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস।

১ উইকেটে ৭০ রান নিয়ে যখন তৃতীয় দিন ব্যাট করতে নেমেছিল ক্যারিবিয়রা, তখন কে ভেবেছিল এখান থেকে ম্যাচে ফিরবে বাংলাদেশ? ফিরিয়েছে দলের পেসাররা। ক্রেইগ ব্র্যাথওয়েটকে বিদায় করে দিনের প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। কাভেম হজ ও আলজারি জোসেফও এ ডান হাতি পেসারের শিকার।

উইকেটে থিতু হয়ে যাওয়া কিসি কার্টিকে বিদায় করেন হাসান মাহমুদ। তাসকিন-তাইজুল-মেহেদি মিরাজও উইকেট শিকারে নামেন। কেমার রোচকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথম ফাইফার নাহিদ রানার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটার ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেনি। ১৪৬ রানে অলআউট ক্যারিবিয়রা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নেন। ক্যারিবিয় পেসারদের চোখ রাঙানি উপেক্ষা করে পাল্টা আক্রমণ শাহাদাত দিপুর। শাহাদাতের পর মেহেদি মিরাজ সে দায়িত্ব নেন। সাদমান অন্য প্রান্তে অবিচল।

দু’জনের চল্লিশোর্ধ্ব ইনিংসে টার্গেট বড় হতে থাকে বাংলাদেশের। ব্যাটিং অর্ডারের রদবদলে মুমিনুল হক ব্যাট করতেই নামেননি। তাইজুলকে নিয়ে দিন শেষ করেন জাকের আলী অনিক।


সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬ (কার্টি ৪০, ব্রাফেট ৩৯;  রানা ৫/৬১, হাসান ২/১৯)।

বাংলাদেশ ২য় ইনিংস: ১৯৩/৫ (সাদমান ৪৬, মিরাজ ৪২; শামার জোসেফ ২/৭০)




আরো পড়ুন