২৬ জুন ২০২৪, বুধবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন বঙ্গবন্ধু: শামসুদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার || ১৩ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন বঙ্গবন্ধু: শামসুদ্দিন আহমেদ


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন । অধিকাংশ সময় তিনি জেলে কাটিয়েছেন। স্বাধীনতা পরবর্তী তিন থেকে সাড়ে তিন বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। 

রোববার (১৩ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএমবিএ প্রেসিডেন্ট মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে শামসুদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট ছিলো শুক্রবার। সেদিন হত্যাকারীরা ৪ ভাগ হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো। এটি ছিলো পরিকল্পিত হত্যাকাণ্ড। এদেশের মানুষকে সুখে রাখতে শেখ মুজিবের অনেক স্বপ্ন ছিলো। সেই স্বপ্ন ব্যর্থ করতেই তাকে হত্যা করা হয়। তার ত্যাগ সম্পর্কে জানতে পারলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।'

বিএসইসি কমিশনার বলেন, ‌‘সদ্য স্বাধীন দেশ নিজস্ব ধ্যান-ধারনা নিয়ে এগিয়ে যাচ্ছিলো। এটা অনেকের সহ্য হয়নি, তারাই সেদিন হত্যাকাণ্ড ঘটিয়েছিলো। তবে এই হত্যাকণ্ড স্বার্থক হয়নি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। পাকিস্তানের সঙ্গে তুলনা করলেই বোঝা যায় শেখ মুজিব কেন স্বাধীন হতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্মৃতি এদেশ থেকে অনেকে মুছে ফেলতে চেয়েছেন। তবে সেটা কখনো সম্ভব হয়নি।’

সায়েদুর রহমান বলেন,‘শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা করার মতো যোগ্যতা আমাদের নেই। পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে তার সম্পর্কে আমরা জেনেছি। নানা প্রতিবন্ধকতা পার করে তিনি লেখাপড়া শেষ করেন। ১৯৪৩ সালে বঙ্গবন্ধু সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিভিন্ন সময়ে তিনি জেলখানা থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতেন।’




আরো পড়ুন