২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



‘কর কাঠামোর সংস্কার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না’

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম
‘কর কাঠামোর সংস্কার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না’


বিদেশি বিনিয়োগ কিন্তু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নয় বলে মন্তব্য করেছেন বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাবেদ আখতার। তিনি বলেন, কর কাঠামোর সংস্কার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না । রোববার (১৭ নভেম্বর) ব্যবসার পরিবেশ ও সংস্কার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ কিন্তু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নয়, জ্ঞান-প্রযুক্তি হয়ে এই বিনিয়োগ আসে। তবে নীতিগত দুর্বলতার কারণে স্বাধীনতার পর থেকে প্রত্যাশা অনুযায়ী দেশে বিদেশি বিনিয়োগ আসেনি। কারণ, আমরা এখনো এটিকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনতে পারিনি। এ জন্য কর কাঠামোর সংস্কার প্রয়োজন।

অন্যদের মধ্যে সিপিডি‘র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। আগামী দুই বছর অর্থনীতির জন্য মূল্যস্ফীতি ও দারিদ্র্যতার বৈষম্য নিরসন অন্যতম চ্যালেঞ্জ। সেই সঙ্গে জ্বালানি সরবরাহ সংকট ছাড়াও বেকারত্বের মতো বিষয়গুলো বড় মাথাব্যথার কারণ।

সংলাপে বিগত দিনে অর্থনীতির নানা দুর্বলতার চিত্র তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কাছে এসব সদস্যা দ্রুত সমাধানের দাবি জানান বেসরকারি খাতের উদ্যোক্তারা।




আরো পড়ুন