০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



সালমানকে ফের প্রাণনাশের হুমকি, যুবক গ্রেপ্তার

ঢাকা বিজনেস ডেস্ক || ২৯ অক্টোবর, ২০২৪, ০২:১০ পিএম
সালমানকে ফের প্রাণনাশের হুমকি, যুবক গ্রেপ্তার


কদিন আগেই সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে। এ ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন ফের নতুন হুমকি পেলেন অভিনেতা। 

গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে একটি ফোন কলের মাধ্যমে এ হুমকি পান তিনি। অবশেষে ওই সন্দেহভাজন ২০ বছর বয়সী যুবককে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, সালমানের মতো একই ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিকও। তিনিও ছিলেন টার্গেটে।

এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিশান জানিয়েছিলেন, তার বাবার হত্যাকাণ্ডের পর থেকে গভীরভাবে চিন্তিত অভিনেতা। পরিস্থিতি তাঁদের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে।

সালমানকে নতুন করে হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গুলফান খান, যিনি নয়ডার বাসিন্দা। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

অন্যদিকে সালমান এখনও লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে চলমান হুমকির প্রতিক্রিয়া জানাননি, যা তাদের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বময় অধ্যায়। ১৯৯৮ সালে রাজস্থানে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় অভিনেতার শত্রু বনে যায় বিষ্ণোই সম্প্রদায়। 

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুম্বাইতে আততায়ীর গুলিতে মারা যান বাবা সিদ্দিক। পরে এ হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং এবং তারা সালমান খানের সঙ্গে সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে। এরপরই সালমানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।




আরো পড়ুন