২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে যে কারণে যানজট বাড়ছে

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৭ অক্টোবর, ২০২৪, ১২:১০ পিএম
হিলিতে যে কারণে যানজট বাড়ছে


দেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলি। স্থলবন্দরকে কেন্দ্র করে বাংলাদেশি-ভারতীয় মিলিয়ে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক চলাচল করে হিলিবন্দর এলাকায়। কিন্তু নেই কোনো নির্ধারিত ট্রাক ও ঢাকাগামী কোচ টার্মিনাল। যদিও আদমানি করা পণ্যবাহী ভারতীয় ট্রাকগুলো সরাসরি পানামা পোর্টে প্রবেশ করে।  কিন্তু পণ্যবাহী ভারতীয় ট্রাকগুলো প্রতিদিন সকালে স্বদেশে ফিরে যাওয়ার সময় দেশি ট্রাক ও ঢাকাগামী কোচগুলো পানামা পোর্ট গেট থেকে চেকপোস্ট (সিপি) রোড পর্যন্ত  এলোমেলো দাঁড়িয়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীদের।  

স্থানীয়রা বলছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে হিলি বন্দরে পণ্য নিতে আসে বাংলাদেশি ট্রাক। নিজস্ব কোনো ট্রাক টার্মিনাল হিলিবন্দরে। তাই বন্দরে প্রবেশের অপেক্ষায় প্রধান সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় দেশি ট্রাকগুলোকে। এরফলে তীব্র যানজটের সুষ্টি হচ্ছে বন্দর এলাকায়। 

ট্রাক চালক শাহজামাল বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি নিজস্ব ট্রাক টার্মিনাল করার। কিন্তু দায়িত্বপ্রাপ্তদের কোনো ভ্রূক্ষেপ নেই। হবে হচ্ছে বলে সময়ক্ষেপণ করছেন। নিজস্ব ট্রাক টার্মিনাল না থাকায় সড়কের ওপর, ওয়েটব্রিজের সামনে রাত ও দিনের বেলায় ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখতে হয়। এতে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। পথচারীরা বিব্রতবোধ করেন। 

বগুড়া থেকে হিলি বন্দরে আমদানিকৃত পণ্য নিতে আসা ট্রাক চালক শফি উদ্দিন বলেন, আমরা বাইরে থেকে হিলিবন্দরে পণ্য নিতে আসি। সময় পার হলে আর বন্দর অভ্যন্তরে ট্রাক প্রবেশ করানো যায় না। তখন বাধ্য হয়ে কোনো ওয়েটব্রিজের সামনে বা রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে রাত যাপন করতে হয়। এতে ট্রাকের যন্ত্রাংশ চুরি হওয়ার ভয় থাকে। অনেক সময় চোরেরা ট্রাকের ব্যাটারিসহ অন্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। তখন পড়তে হয় চরম বিপাকে। শুনতে হয় মালিকদের গালাগাল। হিলিবন্দর এলাকায় নিজস্ব ট্রাক টার্মিনাল থাকলে নিরাপত্তার ব্যবস্থা থাকতো। তবে রাতটা নিরাপদে কাটানো যেতো।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েসনের বন্দর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম বলেন, হিলি পোর্টকে কেন্দ্র করে হিলিকে স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ট্রাক বন্দর থেকে পণ্য নিতে আসে। তাই ট্রাকগুলো নির্ধারিত স্থানে রাখার জন্য একটি ট্রাক টার্মিনাল জরুরি। তাহলে ট্রাকগুলো নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে। এতে বন্দর এলাকায় যানজটও কমে আসবে। 



আরো পড়ুন