১৭ জুন ২০২৪, সোমবার



ক্ষতিকর শিশুখাদ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা সংবাদ-দাতা || ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:৩২ পিএম
ক্ষতিকর শিশুখাদ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রির দায়ে ২  প্রতিষ্ঠানকে ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময়  উভয়  প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সজল আহম্মেদ। 

চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করে। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো, আলমডাঙ্গা শহরের চারতলা মোড়ের মেসার্স মোল্লা স্টোর ও মেসার্স জহির স্টোর। 

মোহা. সজল আহম্মেদ বলেন, ‘এই দুটি প্রতিষ্ঠান মেয়াদ-উত্তীর্ণ ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রি করছিল। এছাড়া, উভয় প্রতিষ্ঠান  নকল পণ্য বিক্রি করছিল। এরমধ্যে মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলাম ও মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে আগেও একবার সতর্ক করা হয়েছিল। এরপরও তারা একই অপরাধ করে যাচ্ছিলেন। ফলে সোমবার দুপুরে এই দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে  ৮-১০ বস্তা  নকল ও মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য জব্দ করা হয়েছে। এরপর  এসব পণ্য প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আরও বলেন, ‘এ সময় মেসার্স মোল্লা স্টোরের মালিক জামিরুল ইসলামকে ২০ হাজার টাকা এবং মেসার্স জহির স্টোরের মালিক জহুরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানকে ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/মিজান/এন/ 



আরো পড়ুন