২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



লিবিয়ায় প্রাণহানি ৫ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৯ এএম
লিবিয়ায় প্রাণহানি ৫ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা


লিবিয়ায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বন্যায় বিপর্যস্ত দেরনার একজন সিনিয়র চিকিৎসক জানান, মৃতের সংখ্যা ২ হাজারের ওপরে। আফ্রিকার দেশটির পূবাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় দেরনার প্রায় এক-চতুর্থাংশের মতো এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে।

ওয়াহদা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আল-কাবিসি বলেছেন, 'শহরের দুটি জেলার একটিতে ১ হাজার ৭০০ জন ও অন্যটিতে ৫০০ জন মারা গেছেন।'

হাসপাতালের করিডোরে অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন বলে জানান রয়টার্সের সংবাদকর্মীরা।

দেরনার দক্ষিণে ২টি বাঁধ ধসে বন্যার সৃষ্টি হয়েছে। এতে ৩টি সেতু ধ্বংস হয়ে গেছে। আল-বায়দা, দেরনা, আল-মারজ, তোবরুক, টেকনিস, আল-বায়দা, বাত্তাহ, আল-জাবাল আল-আখদার এবং পূর্বাঞ্চলীয় সব শহর ও গ্রাম প্লাবিত হয়েছে। বেনগাজি পর্যন্ত উপকূলের সব পথ বন্যা কবলিত।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন