১৪ অক্টোবর ২০২৪, সোমবার



যে বিদ্যালয়ে গাছতলা-ই শ্রেণীকক্ষ

তারিক লিটু,কয়রা (খুলনা || ০২ অক্টোবর, ২০২৪, ০২:১০ পিএম
যে বিদ্যালয়ে গাছতলা-ই শ্রেণীকক্ষ


খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে এস ইসলামপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের অভাবে গাছতলায় চলছে পাঠদান। এতে শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশে বাধার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা।  

সরোজমিনে দেখা গেছে বিদ্যালয়টিতে  ৪৮৮ জন শিক্ষার্থী অধ্যায়ন করে। বিদ্যালয়ে সাতটি কক্ষ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুটি। শ্রেণীকক্ষ না থাকায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এই সংকটের কারণে আঙিনায় নিচু টিনের নড়বড়ে অস্থায়ীভাবে ঘর পাঠদান চলছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী বলে, ‘শ্রেণীকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে গাছতলায় বসে ক্লাস করতে হচ্ছে।  কয়রা -খুলনা সড়কের পাশে বিদ্যালয়টি হওয়ায় উচ্চ শব্দের কারণে আমরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারি না।’

বিদ্যালয়ের পাশের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘কয়রা উপজেলার মধ্যে পড়াশোনা ও খেলাধুলায় সেরা বিদ্যালয়টি। বিদ্যালয়ে নতুন ভবন প্রয়োজন। কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, একটি নতুন ভবন নির্মাণ করে শিক্ষার পরিবেশ ফিরে আনার ব্যবস্থা করা হোক।’

এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, ‘শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালাতে খুবই অসুবিধা হচ্ছে। ১৯৫৪ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ১২৭ জন বৃত্তি পেয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায়ও আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।’ 

কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার  বলেন, ‘শ্রেণীকক্ষ সংকটে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি জেনেছি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।’ 



আরো পড়ুন