১৪ অক্টোবর ২০২৪, সোমবার



ক্যাম্পাস
প্রিন্ট

বন্যার্তদের পাশে প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগ

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৯ এএম
বন্যার্তদের পাশে প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগ


বন্যাদুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ালো প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগ। সোমবার (২ সেপ্টেম্বর) বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে তারা রওয়ানা দিয়েছেন লক্ষ্মীপুরের উদ্দেশে।  

ত্রাণ সংগ্রহের কাজে বাংলা বিভাগকে  সহযোগিতা করেছে ইউনিভীর্সিটির আইন বিভাগ। আইন বিভাগের শিক্ষার্থীর্রাও এর আগে বড় পরিসরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এবার বন্যার্তদের পাশে দাঁড়ালো বাংলা বিভাগ। 


এছাড়া বাংলা বিভাগের ত্রাণ তহবিলে নগদ ২৫,০০০ টাকা অনুদান হিসেবে  দেয় আইন বিভাগ।  এই প্রসঙ্গে বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রকিবুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের পারস্পরিক এই সম্প্রীতি ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। একসঙ্গে একাত্ম হয়ে অনেক কঠিন কাজ সহজেই সম্পন্ন করা সম্ভব। আইন বিভাগ বাংলা বিভাগের পাশে দাঁড়িয়ে সেটিই প্রমাণ করলো।’

ড. রকিবুল হাসান বলেন, ‘বাংলা বিভাগও সবসময় আইন বিভাগসহ ইউনিভার্সিটির সব বিভাগের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় মেলবন্ধন স্থাপন করে চলবে। সবমিলিয়েই প্রাইম ইউনিভার্সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চেষ্টা করবে।’




আরো পড়ুন