২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

বাংলাদেশ প্রতিদিন-ভিসতা বিশ্বকাপ কুইজের ড্র, জিতলেন যারা

স্টাফ রিপোর্টার || ৩০ জানুয়ারী, ২০২৩, ১২:০১ পিএম
বাংলাদেশ প্রতিদিন-ভিসতা বিশ্বকাপ কুইজের ড্র, জিতলেন যারা


বাংলাদেশ প্রতিদিন-ভিসতা বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত হয়ে গেলো। রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ প্রতিদিনের কনফারেন্স রুমে এই কুইজের ড্র অনুষ্ঠিত হয়। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ এবং নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এই কুইজের আয়োজন করা হয়েছিল। 

রোববার বাংলাদেশ প্রতিদিন-ভিসতা ফুটবল বিশ্বকাপ ২০২২ এবং বাংলাদেশ প্রতিদিন-ভিসতা টি-২০ বিশ্বকাপ কুইজ ২০২২-এর ড্র অনুষ্ঠিত হয়। কুইজের বিজয়ীদের কুপন তোলেন আমন্ত্রিত অতিথিরা।

কুইজ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও জর্জি, স্পন্সর প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তানভীর রেজা জিহাদ ও সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং) মো. জয়নুল আবেদিন জয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের  সহকারী সম্পাদক আবুল কালাম আজাদ, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, চিফ রিপোর্টার মনজুরুল ইসলাম, সিটি এডিটর শিমুল মাহমুদ, সিটি এডিটর জাহাঙ্গীর আলম, ডেপুটি চিফ রিপোর্টার জুলকার নাইন, অনলাইন চিফ শামছুল হক রাসেল, জিএম সার্কুলেশন বিল্লাল হোসেন মন্টু, হেড অব মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ, কম্পিউটার ইনচার্জ মাসুদ রানা প্রমুখ। 

কায়সার হামিদ বলেন, ‘ফুটবল এখনো বাংলাদেশের মানুষের প্রাণের খেলা।’ কুইজ আয়োজনে সহযোগিতা করায় ভিসতাসহ অন্য বিজ্ঞাপনদাতাদের  ধন্যবাদ জানান তিনি।


বক্তব্য রাখছেন ভিসতা’র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তানভীর রেজা জিহাদ

তানভীর রেজা জিহাদ বলেন, ‘বাংলাদেশে আপডেট প্রযুক্তির আরেক নামই হলো ভিসতা।’ তিনি আরও বলেন, ‘এই র‌্যাফেল ড্র’তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশ নিয়েছেন, তারা এবং বাংলাদেশ প্রতিদিনের সব সংবাদকর্মীর জন্য থাকছে ভিসতার প্রতিটি পণ্যের ওপর ২৫ শতাংশ  ছাড়।’

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান ও প্রধান বার্তা সম্পাদক কামাল মাহমুদ। তারা ভবিষ্যতেও বাংলাদেশ প্রতিদিন ও স্পন্সর প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এমন আয়োজন করার আশা প্রকাশ করেন।

বাংলাদেশ প্রতিদিন-ভিসতা ফুটবল বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ কুইজের প্রতিটি বিভাগ মোট ৫ বিভাগে পুরস্কার দেওয়া হয়। 

বাংলাদেশ প্রতিদিন-ভিসতা ফুটবল বিশ্বকাপ ২০২২
১ম পুরস্কার : মো. সহিদুল আলম, কুষ্টিয়া।
২য় পুরস্কার : মো. ইলিয়াছ, নারায়ণগঞ্জ।
৩য় পুরস্কার : পারুল আক্তার, ঢাকা।
৪র্থ পুরস্কার : সামিহা সাবরিন শর্মী, ঢাকা।
৫ম পুরস্কার : নুরজাহান বেগম, খুলনা।

বাংলাদেশ প্রতিদিন-ভিসতা টি-২০ বিশ্বকাপ ২০২২ কুইজ
১ম পুরস্কার : মীর সোহেল, জামালপুর।
২য় পুরস্কার : হাবিবুল্লাহ, ঢাকা।
৩য় পুরস্কার : আলতাফ হোসাইন, লক্ষ্মীপুর।
৪র্থ পুরস্কার : মো. মেসবাহুল হক, চাঁপাইনবাবগঞ্জ।
৫ম পুরস্কার : গোলাম রব্বানী, বগুড়া।

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন