২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



একদিনেই এলো ১৪ ট্রাক পেঁয়াজ, তবু ঝাঁজ কমেনি

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১১ জুলাই, ২০২৪, ০৭:৩৭ এএম
একদিনেই এলো ১৪ ট্রাক পেঁয়াজ, তবু ঝাঁজ কমেনি


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (১০ জুলাই ) ১৪ ভারতীয় ট্রাকে ৪০৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনংযোগ কর্মকর্তা মো. সোহরাবহোসেন মল্লিক।

আমদানিকারক মো. নুর ইসলাম বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের বেড়ে যাওয়ার কারণে হিলিবন্দরের আমদানিকারকেরা আগের এলসি’র পেঁয়াজগুলো আমদানি করছেন। কিন্তু ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা প্রতিকেজি পেঁয়াজে অতিরিক্ত ২৫ টাকা বেশি পড়ছে। ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে এরপর হয়তো আর পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মো. ফেরদৌস রহমান বলেন, ‘বুধবার হিলিবন্দর দিয়ে যেসব পেঁয়াজ আমদানি হয়েছে। সেসব পেঁয়াজ হিলি বাজারে আসেনি। বন্দর থেকেই বিভিন্ন মোকামে পাঠানো হয়েছে। তাই আমরা আগের দামেই ভারতীয় পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা। আর দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘কিছুদিন ধরে হিলি বন্দর দিয়ে ২ থেকে ৪ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছিল। বুধবার (১০ জুলাই) একদিনে ১০টি ভারতীয় ট্রাকে ৪০৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।’ 



আরো পড়ুন