২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



আইফোনে ‘বাগ’, ৪ ক্যারেক্টার টাইপ করলেই ক্র্যাশ!

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ আগস্ট, ২০২৪, ০৬:৩৮ পিএম
আইফোনে ‘বাগ’, ৪ ক্যারেক্টার টাইপ করলেই ক্র্যাশ!


১৬ সিরিজের আগমনকে ঘিরে আলোচনা যখন তুঙ্গে তখন খবর এলো একটি ‘বাগ’ শনাক্ত করা হয়েছে আইওএস অপারেটিং সিস্টেমে যার ফলে আইফোন ও অ্যাইপ্যাড কিছু সময়ের জন্য ক্র্যাশ করতে পারে। এক্ষেত্রে সিস্টেম হ্যাং (ফ্রিজ) বা রিবুট হতে পারে। তবে আশার কথা এই যে, সম্প্রতি প্রাপ্ত এই ‘বাগ’-টির কারণে ডিভাইসে কোন প্রকার নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না। 

আইওএস অপারেটিংসিস্টেমে বাগের বিষয়টি প্রথম একজন নিরাপত্তা গবেষকের নজরে আসে গত বুধবার। পরবর্তীতে প্রযুক্তি পোর্টাল টেকক্রাঞ্চ বিষয়টি নিশ্চিত করেছে। মাত্র ৪টি ক্যারেক্টার টাইপ করলেই অ্যাক্টিভেট হবে যাবে বাগটি।   

কিভাবে অ্যাক্টিভেট হবে এই বাগটি?

টেকক্রাঞ্চ বাগের বিষয়টি পরীক্ষা করেছে। পরীক্ষায় দেখা গেছে, সেটিংস অ্যাপের সার্চ বারে, অথবা অ্যাপ লাইব্রেরির সার্চ বারে ৪টি ক্যারেক্টার “”:: টাইপ করার পর যেকোনো একটি ক্যারেক্টার টাইপ করলেই বাগটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অ্যাপলের মোবাইল ইউজার ইন্টারফেস (স্প্রিংবোর্ড) কিছুক্ষণের জন্য ক্র্যাশ করবে। আবার কিছু কিছু ক্ষেত্রে স্ক্রিন এক মুহূর্তের জন্য ফ্ল্যাশ ব্যাক করে আবার স্বাভাবিক হয়ে যাবে। 

তবে এই বাগটির কারণে কোন প্রকার নিরাপত্তা ইস্যু এখন পর্যন্ত তৈরি হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছে যে এটার কারণে ডিভাইস কোন ধরণের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে না। বাগটি বিশ্লেষণ করে আইওএস-এর নিরাপত্তা গবেষক রায়ান স্টর্টজ্‌ বলেছে, “এটা কোন নিরাপত্তা (সিকিউরিটি) বাগ নয়।” আইওএস-এর আরেক গবেষক প্যাট্রিক ওয়ার্ডেল তাঁর সাথে সহমত পোষণ করেছেন।

ব্যবহারকারী নিজে উল্লেখিত ক্যারেক্টারগুলো টাইপ করা ছাড়া অন্য কোনভাবে বাগটি অ্যাক্টিভেট হওয়ার কোন প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ, একজন আইওএস ব্যবহারকারী নিজের হাতে (ম্যানুয়ালি) ক্যারেক্টারগুলো টাইপ করার মাধ্যমেই কেবলমাত্র বাগটির শিকার হতে পারেন।  

তবে বাগ পাওয়ার বিষয়টি নিয়ে অ্যাপল এখনও কোন প্রকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আশা করা হচ্ছে আইওএস-এর পরবর্তী আপডেটেই বাগটির একটি সমাধান চলে আসবে। ফলে কিছু সময়ের বাগটিকে মজার একটি কৌতুক ভাবতে পারেন। তবে বাগটি যদি খুব বেশি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে পরবর্তী আপডেট আসা পর্যন্ত আইফোন ও আইপ্যাডের সার্চ বারে “”: টাইপ করা থেকে বিরত থাকুন। ব্যস, তাহলেই আপনি 'বাগ' মুক্ত। 



আরো পড়ুন