২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



মাছ রপ্তানিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয়: শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ আগস্ট, ২০২৪, ০৫:৩৮ এএম
মাছ রপ্তানিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয়: শ্রম প্রতিমন্ত্রী


দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লাখ মেট্রিক টন বলে জানিয়েছেন শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘ মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয়ও আমাদের দ্বিগুণ করতে হবে।’ শুক্রবার (২ আগস্ট)  চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরও বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত করতে চায়, তাদের স্থান এই দেশে হবে না।’

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা। 

পরে প্রতিমন্ত্রী একই জায়গায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সরকারি অনুদান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অনুদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং গাছের চারা প্রদান করেন।



আরো পড়ুন