১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



দিনাজপুরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৮ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ পিএম
দিনাজপুরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত


দিনাজপুরসহ উত্তর জনপদে ধীরে ধীরে  কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। শীতের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবীসহ ছিন্নমূল মানুষেরা। চাকরিজীবীরা প্রচণ্ড শীত উপক্ষো করেই ছুটছেন কাজে। আর দিনমজুররা  কাজ না পেয়ে কর্মহীন জীবনযাপন করছেন। শীতের তীব্রতা বাড়ায় রোদ না ওঠা পর্যন্ত বাড়ি থেকে বের হচ্ছেন না বয়স্ক মানুষেরা। 

স্থানীয় বাসিন্দা মো. কবিরুল ইসলাম বলেন, কয়েকদিনের চেয়ে আজ শীত বেশি পড়েছে। শীতের কারণে অকারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তারা কাজের সন্ধানে। শীত বাড়ায় বয়স্ক মানুষরা বেশি দুর্ভোগে পড়েছেন।  

অটো রিকশাচালক মো. মিজানুর রহমান বলেন, জানি শীতের কারণে তেমন যাত্রী হবে না। তার পরও বের হয়েছি। সকালে রাজশাহিগামী একটি ট্রেন আছে। যদি কিছু যাত্রী পাওয়া যায়। তাছাড়া অটো চার্জের বিলটা তো উঠবে। সেই আশায় বের হওয়া। তবে বেলা বাড়লে হয়তো যাত্রীর দেখা মিলবে। 

কাজের সন্ধানে আসা আব্দুর রাজ্জাক বলেন, আমি দিনমজুরের কাজ করি। প্রতিদিন সকালে এসে হিলি বাজারে কাজের জন্য বসে থাকি। মানুষ দিন চুক্তিতে কাজ করতে নিয়ে যায়। আজও সকাল ৮ টা থেকে কাজের আশায় বসে আছি। অন্যদিন ৮ টার আগেই মানুষ কাজের লোক খোঁজেন। আজ কাজের লোকের জন্য কেউ এখন পর্যন্ত আসেননি। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, আজ সকালে দিনাজপুর জেলায় সর্বনিন্ম ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৩ শতাংশ। 

 




আরো পড়ুন